টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন কালিহাতী থানার ওসি।
বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জনবহুল ও শিল্প এলাকা হিসাবে খ্যাত বল্লা,সিঙ্গাইর,রামপুর ও মমিননগরে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতা মূলক একটি বিশেষ মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়।
পুলিশ জানায়, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টীম বৃহস্পতিবার বিকালে শিল্প এলাকা বল্লা বাজার,সিঙ্গাইর ও মমিননগর, রামপুর ভাসানী মার্কেটে মাদক,জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সমাবেশ করেন।
সমাবেশ থেকে স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার নির্দেশ দেন। মাদক ব্যবসায়ীদের মাদক ছেড়ে ভালো হয়ে যাওয়ার জন্য আহবান করেন।
ওসি কালাম ভূইয়া চাঁদাবাজী রোধসহ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। সমাবেশ শেষে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি তল্লাসী অভিযান পরিচালনা করা হয়। তবে,পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে তারা পালিয়ে যান।
এ আরো সময় উপস্থিত ছিলেন, কালিহাতী থানার এস আই মিন্টু ঘোষ, এস আই মোহাম্মদ আছাদুজ্জামান,এস আই ওসমান গনি,এ এস আই তৈয়ূব প্রমূখ।