কালিহাতী

সখিপুরে শিক্ষককে হত্যার হুমকি দাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের সখিপুরে প্রতিমাবংকী সিনিয়র মাদ্রাসার সহকারি শিক্ষক ফজলুল হক সিকদার ও তার সন্তানকে প্রাণনাশের হুমকি দাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে সখিপুর-ঢাকা-টাঙ্গাইল সড়কের প্রতিমাবংকী সিনিয়র ফাজিল মাদরাসার সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক -স্বেচ্ছাসেবী সংগঠনসহ সহস্রাধিক এলাকাবাসী অংশ নেয়।

এসময় সখিপুর- ঢাকা-টাঙ্গাইল-সাগরদিঘী সড়কের প্রতিমা বংকী এলাকায় ঘন্টাব্যাপী বিশাল যানজটের সৃষ্টি হয়ে অনেক যানবাহন ও দূর-দূরান্তের যাত্রীরা আটকা পড়ে। মানববন্ধনে প্রাণনাশের হুমকিদাতাকে তিন দিনের মধ্যে গ্রেফতারের দাবি,অন্যথায় সখিপুর-ঢাকা-টাঙ্গাইল-সাগরদিঘী সড়ক অবরোধের আল্টিমেটাম দিয়ে বক্তব্য রাখেন,উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদ আজাদ, সরকারি মুজিব কলেজের সাবেক অধ্যাপক এম এ গফুর মিয়া, ৭ংদাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, চাকদহ দাখিল মাদরাসার সুপার হোসেন আলী, দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানোয়ার হোসেন, প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালমান কবির, কৃষক শ্রমিক জনতালীগ নেতা আশিক জাহাঙ্গীর, রকিবনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রতিমাবংকী একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া, দাড়িয়াপুর ইউপি সদস্য নজরুল ইসলাম, বেড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার মো. কামরুজ্জামান প্রমুখ ।

প্রসঙ্গত: গত ১৭ আগস্ট রাতে অজ্ঞাত এক মুঠোফোনের নাম্বার থেকে প্রতিমাবংকী সিনিয়র মাদ্রাসার সহকারি শিক্ষক ফজলুল হক সিকদারের নিকট ৭ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়া হলে তার একমাত্র সন্তান শাহরিয়া হক তুর্যকে অপহরণ ও হত্যার হুমকি দেয়। এ ঘটনায় পরদিন সখিপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। দীর্ঘদিনেও পুলিশ এ বিষয়ে কোন রহস্য উদঘাটন করতে না পারায় ওই শিক্ষক ব্রেইনস্ট্রোক করে শারিরিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। বর্তমানে তিনি ঢাকার “হেল্থ এন্ড হোপ স্পেশালাইজড হাসপাতাল” এ আইসিওতে চিৎিসাধীন রয়েছেন।

উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বড় ভাই কাশেম শিকদার, সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, , সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, বাদল হোসাইন, কৃষক শ্রমিক জনতালীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী, জামিয়াতুল মোদারের্ছীন উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক ছাত্রনেতা মাহবুবুল আলম মাসুম, উপজেলা যুব আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান নিউজ টাঙ্গাইল এর সম্পাদক সাইফুল ইসলাম শাফলু সহ প্রিন্ট ও  ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker