টাঙ্গাইলের কালিহাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ূন বাঙ্গালসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।