কালিহাতী

কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে কাদের সিদ্দিকীর ভাই বিজয়ী

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমবার নির্বাচন করেই চমক সৃষ্টি করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর ছোট ভাই এস এ এম সিদ্দিকী।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাকে ৭ হাজার ২২৫ ভোটে হারিয়ে এস এ এম সিদ্দিকী বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে কালিহাতীর ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার শাহাদাত হুসাইন স্বাক্ষরিত ফলাফলে বেসরকারিভাবে এস এ এম সিদ্দিকীকে জয়ী ঘোষণা করা হয়।

Image

নির্বাচনে (আনারস) প্রতীক নিয়ে এস এ এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী পেয়েছেন ৫২ হাজার ৯১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৪৫  হাজার ৬৮৫ ভোট ও হাসমত আলী (দোয়াতকলম) প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৭৯৬ ভোট।

অপর দিকে, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মাহমুদুল হাসান দীপুল (তালা) প্রতিকে ৩৮ হাজার ৭৫৭ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্যাহ সরকার (চশমা) প্রতিকে পেয়েছেন ২৯ হাজার ৪৪৫ ভোট, আখতারুজ্জামান (টিউবওয়েল) প্রতিকে পেয়েছেন ২৬ হাজার ৫৩৯ ভোট, আব্দুল বারেক (উড়োজাহাজ) প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৭৫৫ ভোট ও জমির উদ্দিন (বই) প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৭২০ ভোট।

Image

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা খাতুন (ফুটবল) প্রতিকে ৫৩ হাজার ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন‌। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিনা পারভীন (প্রজাপতি) প্রতিকে পেয়েছেন ৪৮ হাজার ৮৫৪ ভোট।

সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত  এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোট কেন্দ্র ছিল ১১৫টি। ২টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৭৯২ জন।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker