টাঙ্গাইলের কালিহাতীর বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজ এমপিও ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি হাসান ইমাম খান সোহেল হাজারীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
শুক্রবার সকালে বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হাজী চান মাহমুদ পাকিরের নেতৃত্বে স্কুল প্রাঙ্গন থেকে একটি আনন্দ র্যালি বের করেন। র্যালিটি বল্লা বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বল্লা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদ হোসেনসহ স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।