টাঙ্গাইলের কালিহাতীতে ‘কালিহাতী ফাউন্ডেশন’ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩০ এপ্রিল) বিকেলে কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
কালিহাতী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের এর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদিব লুনা, কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শরিফুল হক, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ আলম সিদ্দিকী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী নেতা, প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ, বাংড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেছুর রহমান, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল করিম প্রমুখ।
এ ছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, কালিহাতী ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ সামাজিক সাংস্কৃতিক এবং বিভিন্ন শ্রেণিপেশার সম্মানিত ব্যক্তিবর্গ।
মাহফিলে আলোচনা সভা পরিচালনা করেন কালিহাতী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাকারিয়া লেলিন।