আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) সকালে কালিহাতী পৌরসভা কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩ হাজার ৮১ জনের মাঝে ওই চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
এসময় কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, ট্যাগ অফিসার ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মাহবুবুল আলম, পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা ও ভারপ্রাপ্ত সচিব শহীদুজ্জামান আকন্দ প্রমুখ।