পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে কালিহাতী থানা পুলিশের উদ্যোগে থানা মাঠ আমবাগান প্রাঙ্গনে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিকাশ এজেন্ট প্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংকের প্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনসার আলী বিকম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূইয়া। কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, সোনালী ব্যাংক ম্যানেজার জিয়াউল হক প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমমান।