দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কালিহতী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) সকালে কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে জেলা জাতীয় পার্টি সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মতিনের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন, উপজেলা জাতীয় পার্টি নেতা জাকির হোসেন, উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব মনির সরকার জাহিদ, উপজেলা মহিলা পার্টি সভানেত্রী সৈয়দা পপি আক্তার, কালিহাতি পৌর জাতীয় পার্টি সভাপতি ছানোয়ার হোসেন খোকা, সানোয়ার হোসেন, শহদেবপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আব্দুর রহিম বাদশা, কোকডহরা ইউনিয়ন জাতীয় পার্টি সাধারন সম্পাদক বায়েজিদ খান, বিলকিস আক্তার, উপজেলা জাতীয় পার্টির সদস্য শাজাহান, ছাহেরা খানম, , নাছির খান, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এই দুঃসময় মনে পড়ে নয় বছরের সফল রাষ্ট্র নায়ক পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের কথা। তিনি বলেছেন ৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে। অবিলম্বে লাগামহীন দূব্যমূল্যে সহনীয় মাত্রায় রাখার জন্য অনুরোধ জানান তারা।