কালিহাতী

২ টি অবৈধ ড্রেজার মেশিন ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে অবৈধ ২টি ড্রেজার মেশিন ও ১ হাজার ফুট বালু সরবরাহের পাইপ লাইন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১১ মার্চ) উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের পাছ জোয়াইর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালিহাতী থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান,পাছ জোয়াইর গ্রামের লাল মিয়ার ছেলে আবুল কালামসহ প্রভাবশালী ও দাঙ্গাবাজ কয়েকজন বালু ব্যবসায়ী দীর্ঘদিন যাবত নদী থেকে বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ১১ মার্চ শুক্রবার ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বালু উত্তোলনের অবৈধ ২টি ড্রেজার মেশিন ও আনুমানিক ১ হাজার ফুট বালু সরবরাহের পাইপলাইন তাৎক্ষণিক ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাছ জোয়াইর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ২ টি ড্রেজার মেশিন ও ১ হাজার ফুট বালু সরবরাহের পাইপলাইন ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, প্রাকৃতিক পরিবেশ ও সাধারণ মানুষের বিপুল ক্ষতি করে নদী ও খাল বিল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে এ ধরনের বালু উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান চলবে। এবং আগামীতেও অব্যাহত থাকবে।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker