টাঙ্গাইলের কালিহাতীতে ঐতিহাসিক ৩ মার্চ ‘৭১ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস পালন করেছেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর ১২ টায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অনন্য দলিল ঐতিহাসিক ৩রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, শাজাহান সিরাজের সহধর্মিণী বেগম রাবেয়া সিরাজ, দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি, ভূয়াপুর ইব্রাহিম খাঁ কলেজের সাবেক ভিপি হযরত আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূঁইয়া, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির প্রমূখ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান ও কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতন।