কালিহাতী
Mission 90 News
Send an email
ডিসেম্বর ১৭, ২০২১সর্বশেষ আপডেট ডিসেম্বর ১৭, ২০২১
গত দুই দিনেও খুজে পাওয়া যায়নি মাও: তফাজ্জল হোসেনকে
০ ১,৪২৮ এক মিনিটেরও কম সময়
মাও: তফাজ্জল হোসেনকে গত ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) তার কর্মরত টাঙ্গাইলের এলেঙ্গা বিএম কলেজ মসজিদে এশার নামাজে ইমামতি করার পরে তাকে আর খুজে পাওয়া যায় নি। তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার চিনামুড়া গ্রামের বাসিন্দা।
সে দীর্ঘদিন যাবৎ সে ওই মসজিদে ইমামতি করে আসছিলো। এ ব্যাপারে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাননি।
এর কোন খোঁজ খবর পাওয়া গেলে সন্ধানকরিকে পুরস্কারের ঘোষণা করেছে তার পরিবারের লোকজন।