টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত চেয়ারম্যন প্রার্থী নুরুল ইসলামকে (নৌকা প্রতীক) বিজয়ী করতে তৃতীয় ধাপে ২৮ নভেম্বর নির্বাচনী প্রচারনার শেষ দিনে গণমিছিল করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন যুব লীগের উদ্যোগে এক বিশাল গণ মিছিল বের হয়। মিছিলটি কাগুজিপাড়া আ’লীগ অফিস থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে পুনরায় ওই অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো: জাকির হোসেন, সদস্য খন্দকার আ: মাতিন, আ’লীগ নেতা মশিউর রহমান তুহিন সিদ্দিকী, উপজেলা কৃষক লীগ নেতা কুদরত আলী রনি, সিদ্দিক হোসেন, ইউনিয়ন যুব লীগ সভাপতি মাজেদুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক হারুন, ছাত্র লীগ সভাপতি আকাশ সিকদার, সাধারণ সম্পাদক হৃদয় বসাক, ছাত্র নেতা রিপন প্রমুখ।
বক্তারা নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আহ্বান জানান।