টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আসন্ন কোকডহরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী মো: সেলিম মিয়াকে বিজয়ী করেতে এলাকার মহিলারা মিছিল করেছেন।
রোববার সকালে ওয়ার্ডের বানিয়ারা প্রার্থীর নিজ বাড়ির সামনে থেকে শুরু করে দত্তগ্রাম, ঝাটিবাড়ি, কাগুচি পাড়াসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এর পর ওই সব মহিলারা তাদের প্রার্থী মো: সেলিমকে সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করেন। তাদের এলাকায় ইউপি সদস্য রাখার স্বার্থে নিজ নিজ খরচে তারা নির্বাচনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।