সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে সপ্তাহব্যাপী কমিউনিটি ক্লিনিক পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার পাথালিয়া কমিউনিটি ক্লিনিক থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উম্মে রুমান সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন, বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী, পাথালিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সোহেল রানা, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পাথালিয়া কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য শ্রী কালাচাঁন চক্রবর্তী প্রমুখ।
এদিকে বাড়ির পাশেই কমিউনিটি ক্লিনিক থেকে করোনা ভাইরাসের টিকা নিতে পেরে খুবই খুশী গ্রামের সাধারণ মানুষ। টিকা নিতে সকাল থেকেই কমিউনিটি ক্লিনিকগুলোতে ভীড় করছে তারা। উপজেলার ৫৪টি কমিউনিউনিটি ক্লিনিকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে দেওয়া হবে, সিনোর্ফামের করোনাভাইরাসের এই টিকা।
এর মধ্যে আজ (৬ নভেম্বর) ৮টি কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।