কালিহাতী

কালিহাতীতে বিনা উদ্ভাবিত ফসল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও চারা বিতরণ

টাঙ্গাইলের কালিহাতীতে “বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত জাতসমূহের চাষাবাদ কৌশল এবং বিনালেবু-১ এর চারা বিতরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর), সকালে উপজেলার আগ চারান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র উদ্যানতত্ত্ব বিভাগের আয়োজনে এবং পারমাণবিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ কর্মসূচির অর্থায়নে ওই কৃষক প্রশিক্ষণ কর্মশালা ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র মহাপরিচালক ড: মির্জা মোফাজ্জল ইসলাম।

এ সময় বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড: মো: ইকরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড: শামছুন্নাহার বেগম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: মো: রফিকুল ইসলাম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড: শামছুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সাজ্জাদ হোসেন তালুকদার, বিনা’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং গাজীপুর বিনা’র আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদ প্রমুখ।

এ সময় আয়োজিত অনুষ্ঠানে ২ জন কৃষককে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ১২০টি করে বিনা লেবু-১ এর চারা বিতরণ এবং ১শত জন কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker