আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন থেকে মনোনয়নপত্র জমা দিলেন জনতার মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শুকুর মাহমুদ।
আজ বুধবার (১লা নভেম্বর) আনুমানিক দুপুর ১২টায় উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
এর আগে সকালে অত্র ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক মোটর সাইকেল নিয়ে বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে গণসংযোগ ও শোভাযাত্রা করেন এই চেয়ারম্যান প্রার্থী।
মনোনয়ন পত্র জমা শেষে আলহাজ্ব শুকুর মাহমুদ বলেন, বল্লা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ভালোবেসে আমাকে প্রার্থী করেছেন, আমাকে যদি অত্র ইউনিয়নের সকল জনগণ দলমত নির্বিশেষে আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি কথা দিচ্ছি অত্র ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে, ইউনিয়ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতি ও মাদক দূর করে একটি আধুনিক বল্লা ইউনিয়ন উপহার দিবো ইনশাহ আল্লাহ।