কালিহাতীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত; সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ খায়রুল ইসলাম; প্রযুক্তিনির্ভর সমাজসেবার ওপর গুরুত্বারোপ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যথাযথ মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিহাতী থানার ওসি তদন্ত আব্দুস ছালাম।
বক্তারা বলেন, এই দিবসটি সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। সমাজসেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে প্রযুক্তির ব্যবহার এবং সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে তাঁরা মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সমাজসেবাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।