টাঙ্গাইল-৪: মনোনয়ন জমা দিলেন জাপা প্রার্থী লিয়াকত আলী
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল; সংখ্যালঘু নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক এখলাস মণ্ডল, এলেঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি জুলহাস উদ্দিন ও নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মনির হোসেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী বলেন, “কালিহাতীর সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নই আমার প্রধান লক্ষ্য। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের সাধারণ মানুষের ন্যায্য অধিকার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করব।”
লিয়াকত আলীর মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে কালিহাতীর রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ ও কর্মচাঞ্চল্য শুরু হয়েছে।