বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০শে নভেম্বর রবিবার সকালে পাইকড়া ইউনিয়ন বিএনপি, যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পাইকড়া ইউনিয়নের সিংহটিয়া পি.এস.কে দারুচ্ছুন্নাহ নেজামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম করেন। পরে পাইকড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিংহটিয়া পি.এস.কে দারুচ্ছুন্নাহ নেজামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুল করিম।
এসময় উপস্থিত ছিলেন পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতা, কালিহাতী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম খানসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।