টাঙ্গাইল কালিহাতীতে যমুনা সেতু মহাসড়কে ডাকাত সন্দেহে ৬ জন আটক
পামওয়েল বোঝাই ট্রাকের গতি রোধ; লাইসেন্সকৃত শর্টগান, কার্তুজ ও ওয়াকিটকিসহ তিনটি গাড়ি জব্দ করেছে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি পামওয়েল বোঝাই ট্রাকের গতি রোধ করে ডাকাত সন্দেহে ছয়জনকে আটক করেছে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) ভোর রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৪৩-৫৪৮৬) এবং একটি পাজেরো (ঢাকা মেট্রো ঘ-২১-৭৬৯৯) গাড়ি দিয়ে পাবনাগামী ট্রাকটির গতি রোধ করা হয়। টহল পুলিশের নজরে এলে তারা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান।
তল্লাশিতে একটি লাইসেন্সকৃত শর্টগান, ছয়টি সিসা কার্তুজ, একটি লেজার লাইট, দুটি সিগন্যাল লাইট, চারটি শর্ট ওয়াকিটকি ও দুটি কাঠের লাঠি উদ্ধার করা হয়। পরে তিনটি গাড়ি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন: পাবনার আকাশ মিয়া (২৫), ঢাকার জাহিদুল (৩৪), পাবনার রহিম (১৯), চট্টগ্রামের নাজিম উদ্দিন (৩০), সুবন মিয়া (৩৫) ও পাবনার মারুফ হোসেন (৩০)।
যমুনা সেতু পূর্ব থানার ওসি সবজেল হোসেন জানান, “হাইওয়েতে সংঘবদ্ধ ডাকাতির ঝুঁকি মোকাবিলায় আমরা প্রতিনিয়ত টহল জোরদার রেখেছি। তল্লাশিতে সরঞ্জাম উদ্ধার হওয়ায় ছয়জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।”