কালিহাতী
বহুল আলোচিত কালিহাতী বাসস্ট্যান্ডে অবস্থিত পরিত্যক্ত যাত্রীছাউনি অপসারণ
দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু; জনসুরক্ষার কথা মাথায় রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানাল স্থানীয়রা
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা যাত্রী ছাউনিটি অবশেষে অপসারণের এর কার্যক্রম চলছে। জনসুরক্ষার স্বার্থে উপজেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই পুরনো যাত্রী ছাউনিটি ভাঙা শুরু হয়। স্থানীয়দের মতে, এটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, “ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত স্থাপনা অপসারণের অংশ হিসেবে ছাউনিটি সরিয়ে ফেলা হয়েছে। জনসুরক্ষার কথা মাথায় রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নতুন করে একটি সুন্দর ও নিরাপদ ছাউনি নির্মাণের প্রত্যাশা করেছে।