কালিহাতীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক গ্রেপ্তার
শ্রেণিকক্ষে শিক্ষক কর্তৃক যৌন হয়রানি; ১০৮ জনের অভিযোগের ভিত্তিতে মামলা ও গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রী শ্রেণিকক্ষেই শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুল (৪৬) এর হাতে যৌন হয়রানির শিকার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দুপুরে ক্লাস চলাকালীন শিক্ষক বুলবুল ছাত্রীটিকে শ্রেণিকক্ষে ডেকে এনে প্রথমে হাত ধরেন এবং পরে তার উরুতে হাত দেন। এই ঘটনায় শিশুটির কোমল মনে গভীর আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ১০৮ জন অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ জমা দেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, শিশুটির পরিবারের আবেদনের ভিত্তিতে মামলা গ্রহণের সঙ্গে সঙ্গেই অভিযুক্ত শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, শিশুর প্রতি যে কোনো ধরনের নির্যাতন বা যৌন হয়রানির বিরুদ্ধে কালিহাতী থানা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। এলাকায় এ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে।