কালিহাতী
কালিহাতীর আউলাতৈল বি আই দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুনর্মিলনী
শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় জোর এবং মাদ্রাসার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার প্রত্যয়
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলাতৈল বি আই দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসা মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি রশিদুল ইসলাম রতনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, প্রতিষ্ঠানের সাবেক সুপার নেকবর হোসাইন, প্রাক্তন শিক্ষার্থী দেলোয়ার হোসেন জমশের আলীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা মাদ্রাসার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, আধুনিক শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।