কালিহাতীতে দুর্গাপূজা ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে আইন-শৃঙ্খলা বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী থানা প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) ইমরান হোসেন, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার অলেফটেন্যান্ট ইসতিয়াক হোসেন নাসিফ, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু, সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক প্রমুখ।
এ সময় শারদীয় দুর্গাপূজা ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় বক্তারা বলেন প্রতিটি পূজামণ্ডপে পুলিশের টহল ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে। প্রতিটা পূজা মন্ডপে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। এই সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সরকারি কর্মকর্তারা। এ বছর কালিহাতী উপজেলায় ১৬৬ টি পূজামণ্ডপে পূজা উদযাপিত হবে।