কালিহাতীতে টাইফয়েড টিকাদান কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আসন্ন টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই কর্মশালাটি আয়োজিত হয়।
টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫ কে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক ও সামাজিক নেতাদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিনাত আলম, উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর ও মেডিকেল অফিসার ডাঃ পিনাকী রঞ্জন কর্মকার।
এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, মসজিদের ইমাম এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
এ কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি গ্যাভি, পাথ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ সহযোগিতা করছে।