কালিহাতী
কালিহাতীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ২
টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন মো. আকাশ (২০) এবং মোছা. রেখা বেগম (৩৬)।
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কালিহাতী থানার এএসআই রায়হান মোল্লার নেতৃত্বে গত ১৮ আগস্ট (সোমবার) রাতে সিঙ্গাইর এলাকায় অভিযান পরিচালনা করে মো. ফরিদের ছেলে মো. আকাশকে (২০) ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এর আগে, ১৭ আগস্ট (রবিবার) রাতে একই টিম কাজিবাড়ী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল কাশেমের স্ত্রী মোছা. রেখা বেগমকে (৩৬) ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে এবং পরদিন আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।