কালিহাতী
কালিহাতীতে নিখোঁজ যুবকের লাশ নদী থেকে উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে একদিন নিখোঁজ থাকার পর নদী থেকে সুমন চন্দ্র দাস (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মৃগী রোগী ছিলেন এবং পরিবারের সদস্যদের অজান্তে নদীতে গোসল করতে নেমেছিলেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নিখোঁজ হওয়ার পরদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইলের কালিহাতীতে পরিবারের অজান্তে নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন সুমন চন্দ্র দাস (৩৫) নামের এক মৃগী রোগী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নিখোঁজ হওয়ার পরদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত সুমন কালিহাতী পৌরসভার উত্তর চামুরিয়া এলাকার মৃত কালিপদ দাসের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনের ফটিক জানি নদীতে গোসল করতে নামেন সুমন। এরপর তিনি আর ফেরেননি।
পরে রোববার (১৫ আগস্ট) সকাল ৯টা ৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
কালিহাতী থানার এসআই আনোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা যায় সুমন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।