বেনজির আহমেদ টিটোর আগমন ঘিরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা' কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে এবং আগামী ১০ জুলাই টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহড়া ইউনিয়নে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয়) বেনজির আহমেদ টিটোর আগমন ও কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান **তারেক রহমান** ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী **১০ জুলাই (বৃহস্পতিবার)** টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহড়া ইউনিয়নে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয়) **বেনজির আহমেদ টিটোর** আগমন ও কর্মী সমাবেশ সফল করতে যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
**সোমবার (৮ জুলাই) বিকেলে** ইউনিয়নের ১ নং ওয়ার্ডের **বলধী বাজারে** এই সভা অনুষ্ঠিত হয়।
১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি **সাইফুল ইসলামের** সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক **আনোয়ার হোসেন মোল্লা**। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব **হাশমত আলী রেজা**, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক **লুৎফর রহমান লেলিন**।
এছাড়া উপস্থিত ছিলেন কোকডহড়া ইউনিয়ন যুবদলের সভাপতি **মাসুদ সরকার**, সাবেক সদস্য সচিব **রফিকুল ইসলাম খান রফিক** সহ কালিহাতী উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং ১০ জুলাইয়ের কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।