কালিহাতী
জীবন আহমেদ রাব্বি, স্টাফ রিপোর্টার
Send an email
এপ্রিল ৩০, ২০২৫সর্বশেষ আপডেট এপ্রিল ৩০, ২০২৫
কালিহাতীতে ছাত্রদলের লিফলেট বিতরণ
০ ২,৬৭৯ এক মিনিটেরও কম সময়
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাগবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে তিন দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) এ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাগবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ইমান আলী।
ছাত্রদল নেতারা জানান, তারেক রহমানের দেশপ্রেম ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি আগামী দুই দিন ধরে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে চলবে।