টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের বেড়বাড়ী গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তার সন্ত্রাসী বাহিনী। হামলার শিকার হয়েছেন মাসুদের ছোট ভাই নিলয়ও।
ঘটনাটি ঘটে গত ১৩ এপ্রিল বিকেলে। জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য শাহীন মেম্বার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কুমুড়িয়াবাড়ী গ্রামের প্রবাসী মাসুদ মিয়ার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে মাসুদের মাথায় চাপাতির কোপ লাগে এবং তিনি গুরুতর আহত হন। তার ছোট ভাই নিলয়ও হামলায় মারাত্মকভাবে আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, বর্তমানে প্রবাসী মাসুদ সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার দিন রাতেই মাসুদের স্ত্রী বীথী আক্তার বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহীন মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনী পূর্বেও একাধিকবার এলাকার সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছেন।
এছাড়াও আওয়ামিলীগ নেতা শাহীনের বিরুদ্ধে বেশ কিছু চাঁদাবাজি, ভূমি দখলের মামলা রয়েছে। তবে বিগত দিনে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় এসব মামলা থেকে সহজেই জামিন নিয়ে এলাকায় তার সন্ত্রাসী কার্যক্রম চলমান রাখেন।
জানা যায়, এই আওয়ামিলীগ নেতার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় টাঙ্গাইলের শহীদ মারুফ হত্যা মামলাও রয়েছে তবে এসব মামলার কোনো তোয়াক্কা না করেই এখনও এলাকায় প্রকাশ্যে তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই আওয়ামীলীগ নেতা।
আওয়ামী নেতা শাহীনের সন্ত্রাসী বাহিনীর ভয়ে তার বিরুদ্ধে কথা বলতেও ভয় পায় ঐ এলাকার সাধারণ জনগণ। হামলার স্বীকার প্রবাসী মাসুদ মিয়ার পরিবার ও এলাকাবাসী এই হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
এ বিষয়ে কালিহাতী থানার এসআই পুনম ঘোষ মিন্টু মিশন নাইনটি নিউজ কে জানান; এই ঘটনায় ঐ দিন রাতেই আমরা ঐ এলাকায় অভিযান চালিয়ে দুইজন আসামী কে গ্রেফতার করি,তারা বর্তমানে কোর্টের মাধ্যমে জামিনে রয়েছে, বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।