টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কাজীবাড়ী গ্রামে গ্রাম বাংলার ঐতিহাসিক বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ই এপ্রিল) দুপুর থেকে কাজীবাড়ী বাজারে এক দিন ব্যাপি এই মেলা অনুষ্ঠিত হয়।
শতবছর ধরে চলে আসা এই ঐতিহাসিক মেলাকে কেন্দ্র করে কাজীবাড়ী, বল্লা, রামপুর,কামান্না সহ আশপাশের কয়েকটি গ্রাম থেকে আসা দর্শনার্থীদের পথচারনায় মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন।
মেলাকে কেন্দ্র করে মাঁটির তৈরী বিভিন্ন খেলনা,নানা রকম মিষ্টির দোকান, শিশুদের খেলনার দোকান, বিভিন্ন রকমের মুখরোচক খাবারের দোকান সহ প্রায় শতাধিক দোকানদার তাদের দোকান নিয়ে মেলায় প্রসরা সাজান। মেলাকে কেন্দ্র করে কাজীবাড়ী গ্রামে সবার মাঝে উৎসবের আমেজ দেখা যায়।