টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতবাড়ি। এতে আনুমানিক প্রায় ৪ থেকে লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাথা গুজার একমাত্র ঘরটি হারিয়ে নিঃস্ব হয়ে পরেছে অসহায় চায়ের দোকানদার নজরুল ইসলাম।
বুধবার (১৬ই এপ্রিল) সকালে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ী গ্রামের হতদরিদ্র চায়ের দোকানদার নজরুল ইসলামের বসত ঘরে হঠাৎ করে আগুনে লাগে। এতে নগদ অর্থ সহ ঘরের আসবাবপত্র, পড়নের কাপড় এবংকি রান্নার চাউল পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন লাগার খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়্যূম বিপ্লব এবং নাগবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন করতে এসে চেয়ারম্যান বিপ্লব বলেন; আমি খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি, সব কিছু দেখে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে পুনরায় ঘর নির্মাণ করে দেওয়া এবং সার্বিক সহযোগিতা করবো।
নজরুল ইসলাম গতকাল ঘর মেরামতের জন্য স্থানীয় একটি এনজিও থেকে ৮০ হাজার টাকা লোন নিয়েছি, সেই টাকাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়েও আমরা সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো।
ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম বলেন; বলেন আমি একজন চায়ের দোকানদার, দিন এনে দিন খাই,আমি এখন স্ত্রী সন্তান নিয়ে যে থাকবো সে অবস্থাও নেই। আমি সকলের কাছে সহযোগিতা চাই। বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন; আমি ও চেয়ারম্যান সাহেব ঘটনাস্থল পরিদর্শন করেছি সবার সাথে কথা বলে পুনরায় যেনো নজরুল ইসলাম পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করবো। এসময় উপস্থিত এলাকাবাসীও অসহায় নজরুল ইসলামের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন