বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে কালিহাতীতে সামাজিক সংগঠন সাম্যের পথে’র উদ্যোগে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বেতডোবা এলাকায় এই বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাম্যের পথে’র প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। এছাড়াও বৈশাখী আড্ডায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি এলিজা চৌধুরি, সাধারণ সম্পাদক মালিহা, ডা. ফাতেমা ইয়াসমিন, সদস্য সামি রহমান, রবিউল হাসান, আসিফসহ অনেকে।
বৈশাখী এই আয়োজনে ছিল বাহারি পিঠার আয়োজন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রাণবন্ত আড্ডা। লোকজ ঐতিহ্য, বাঙালিয়ানার রঙে সেজে ওঠা বৈশাখী আড্ডা যেন হয়ে উঠেছিল একটি প্রাণের উৎসব, যেখানে সমাজ গঠনের প্রত্যয় মিশে গিয়েছিল উৎসবের আনন্দে। পরে বেনজীর আহমেদ টিটো উপজেলা কালিহাতী উপজেলা ছাত্রদলের সাথেও বৈশাখী আড্ডা ও দিক নির্দেশনামূলক আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি মজনু মিয়া,সিঃ যুগ্ম-সাধারন সম্পাদক বেলাল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান,ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক জনি রহমান, উপজেলা যুব দলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাশমত আলী রেজা , কালিহাতী উপজেলা ছাত্রদল সভাপতি নুরুল ইসলাম, সাধারন সম্পাদক মেহেদী হাসান রনি, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ ছাত্রদলের সভাপতি মৃদুল হাসান সহ কালিহাতীর বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।