ইজরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলিম হত্যার প্রতিবাদে কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের পৌজান বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ই এপ্রিল) সকালে পৌজান গ্রামবাসীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌজান গ্রামের বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী,আলেম ওলামা, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।
উক্ত বিক্ষোভ মিছিল পৌজান বাজার থেকে শুরু হয়ে বালিয়াটা বাজারে এসে শেষ হয়। মিছিল শেষে বালিয়াটা বাজার চার রাস্তার মোড় চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি সমাপ্ত হয়।
সমাবেশে বক্তারা ইসরাইলী পন্য বয়কট সহ মুসলিম হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ ও বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।