আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ও ড্যাব এর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ শাহালম তালুকদার কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিএনপির নেতাকর্মী শুভেচ্ছা বিনিময় এবং জনসংযোগ করেছেন।
৯ এপ্রিল বুধবার বিকেলে বল্লা ইউনিয়নের কামান্না,কাজীবাড়ী,রামপুর বাজার, বল্লা বাজার সহ বেশ কয়েকটি বাজারে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন কালিহাতি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, যুবদল নেতা রফিকুল ইসলাম, মুকুল সহ কালিহাতী উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।