টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের বেহেলাবাড়ী মসজিদ মার্কেটে বৃহস্পতিবার (২১ অক্টোবর) গভীর রাতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মিভূত হয়েছে। বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকির বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ২ টার দিকে মসজিদ মার্কেটে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেয়। পরে এলাকার লোকজন এসে পানি ও বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরইমধ্যে স্থানীয় চঞ্চল বিশ্বাসের ওষুধের দোকান, মো: হারুনুর রশিদের মোবাইলের দোকান ও জয়নাল আবেদীনের সুতা-রঙের দোকান সম্পূর্ণ ভস্মিভুত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকির জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গভীর রাতে স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে মসজিদের মাইকে প্রচার চালায়। পরে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।