টাঙ্গাইলের কালিহাতীতে বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মাহফুজ (৪০) নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন সোমবার দুপুর দুইটার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল চালক মাহফুজ সিরাজগঞ্জে কাজিপুর থানার শিমুলদহিড় গ্রামের পুজমের ছেলে।
ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা মোড়ল এক্সপ্রেস ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের রহমাতপুর বাস স্ট্যান্ড অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষে হয়। জানা যায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের কালিহাতীর চরভাবলা এলাকা অতিক্রমকালে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাহফুজের মৃত্যু হয়।
যমুনা সেতু পূর্ব পার থানার এসআই নাজিম উদ্দীন বলেন,বাসটি জব্দ করা হয়েছে বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছে। মোটরসাইকেল চালক মাহফুজের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়াশেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।