গাজায় নিরিহ মুসলিম হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা তে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল (সোমবার) সকাল ১০ টায় বল্লা এলাকার ছাত্র জনতার ব্যানারে বল্লা করোনেশন হাই স্কুল ও কলেজ গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বল্লা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে বল্লা বাজারের বটতলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাপ্ত করা হয়।