টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজের ৯ দিন পর নওশিন ইসলাম শর্মিলা (১০) নামের এক মাদ্রাসার ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ মে) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পূর্বপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার বন্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নওশিন ইসলাম শর্মিলা ওই গ্রামের সুমন মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসা ও নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতো।
নিহত শর্মিলার বাবা সুমন মিয়া জানান, গত (২৬ মে) দুপুরে নিখোঁজ হয় নওশিন ইসলাম শর্মিলা। ওই দিন রাতেই ভূঞাপুর থানায় সাধারন ডায়েরি করা হয়। তার কারোর সাথে কোনো শত্রুতা নেই। মেয়ে নিখোঁজ হওয়ার পর কেউ মুক্তিপণ বা টাকা পয়সাও দাবি করেনি। বাড়ির আশপাশসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে বাড়ির পাশে ধানক্ষেতে বস্তাবন্দি মরদেহ দেখে লোকজন খবর দেয়। যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কঠোর শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আহসান উল্লাহ জানান, বস্তাবন্দি একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।