টাঙ্গাইলের বাসাইল ভিমরুলের কামড়ে নাজমুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তার নিজ বাড়ীতে দুর্ঘটানা ঘটে।
নাজমুল বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। জানাগেছে, নাজমুল শুক্রবার রাতে নিজ বাড়ির ঘাটে নৌকা বাঁধতে যান।
ঘাটে নৌকা বাঁধার এক পর্যায়ে ওই নৌকার লগি মাথার উপর থাকা একটি গাছে ভিমরুলের চাকে (বাসা) লাগে। এ সময় ভিমরুল ঝাঁক ধরে উড়ে এসে তার শরীরের বিভিন্ন স্থানে হুল বসিয়ে দেয়। ভিমরুলের কামড়ে শরীরে মারাত্মক যন্ত্রণা শুরু হলে স্বজনরা রাতেই বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল আরিফ জানান, ভিমরুলের কামড়ের ঘটনায় নাজমুলকে হাসপাতালে আনতে বিলম্ব হওয়ায় বিষক্রিয়ায় তিনি মারা গেছেন।