সখিপুরে ডাকাতি মামলার ০৩ জন আসামী গ্রেফতার এবং ডাকাতির ঘটনায় লুন্ঠিত এবং ব্যাবহিত ট্রাক উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ।
সখিপুর থানার মামলা নং-০২ তারিখ ০২-১০-২০২১ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড। টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায়, সহকারি পুলিশ সুপার সখিপুর সার্কেল আব্দুল মতিন এর তত্তাবধানে এ,কে, সাইদুল হক ভূঁইয়া অফিসার ইনচার্জ সখিপুর থানা সর্বিক সহযোগীতায় এসআই মনিরু্জ্জামান এর নেতৃত্তে সখিপুর থানার অন্যান্য অফিসার ও ফোর্সদের সহযোগীতায় ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত আসামীদের কে গ্রেফতার করা হয় এবং উক্ত আসামীর নিকট হতে ডাকাতির ঘটনায় ব্যাবহার করা ট্রাক ও লুন্ঠিত ট্রাক উদ্ধার করা হইয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে ০৩/১০/২০২১ খ্রিঃ তারিখ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। সখিপুর থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে উক্ত ক্লুলেস ডাকাতি মামলাটির মূল রহস্য ঘটনার ৭২ ঘন্টার মধ্যে উদঘাটন করা সম্ভব হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের এবং লুন্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যহত আছে।