টাংগাইলের সখীপুরে সিধ কেটে এক রাতে ৪ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুতুবপুর চারিবাইদা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে অত্র এলাকার বাসিন্দা ও বড়চওনা ইনসাফ মেডিকেল কেয়ারের পরিচালক হাফিজুর রহমান বলেন,আমাদের বাড়িসহ আরো ৩টি বাড়িতে গতরাতে চুরি হয়েছে।
রাতে সিধকেটে চুর ঘরে প্রবেশ করে আমাদের ঘর থেকে দুইটি এন্ড্রয়েড ফোন ও নগদ কিছু টাকা নিয়েছে। ঘরে থাকা দুইটি মোটরসাইকেল নেয়ার চেষ্টা করলেও মজবুত তালা থাকায় নিতে পারেনি।
তিনি আরো বলেন,আমাদের পাশের আরো তিনটি বাড়ি থেকেও মোবাইলসহ বেশকিছু টাকা চুরি হয়েছে।
সবমিলিয়ে ৬০-৭০ হাজার টাকার মোবাইল ও নগদ টাকা নিয়েছে। তবে বড় ধরনের কোনো কিছু নিতে পারেনি।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, বিষয়টি আমাদের জানা নেই এবং কেউ থানায় অভিযোগ করেনি।