টাঙ্গাইলের কালিহাতী উপজেলো পৌজান বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান।বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালে পৌজান বাজারে বনিক সমিতির আয়োজনে দোকান চুরি ডাকাতি বন্ধ,ব্যবসায়ীদের মাঝে সু-সম্পর্ক,মাদক মুক্ত এলাকা তৈরী ও সুষ্ঠ পরিবেশ সৃষ্টির এ মতবিনিময় সভা করা হয়।
বাজার বনিক সমিতির সভাপতি মো.কোরবান আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন,কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান।এসময় উপস্থিত ছিলেন সহদেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাদত হোসেন মকবুল,সাধারণ সম্পাদক আবুল ফজল, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মোকলেছুর রহমান ফরিদ সহদেবপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা,সহদেপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্ত সম্পাদক আব্দুল কাদের মল্লিক, পাইকড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো:সেলিম রেজা, সহদেবপুর ইউনিয়নের ৪নং ওয়াডের সদস্য আলতাব হোসেন, ৬ নং ওয়াডে সদস্য শের আলী, ৮নং ওয়াডের সদস্য ইয়াকুব আলীসহ বাজারের সকল ব্যবসায়ীরা।