আগামী ১৭ই জুলাই টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়া, বড়চওনা, হতেয়া রাজাবাড়ী ও হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সে লক্ষ্যে উক্ত ইউনিয়ন পরিষদ গুলোর বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা দিন রাত এক করে ছুটে চলেছে ভোটারদের কাছে, পৌঁছে দিচ্ছে নিজেদের নানা প্রতিশ্রুতির কথা।
প্রার্থীদের নানা রকমের নির্বাচনী গান, প্রচার মাইকিং, মিছিল কিংবা মোটরসাইকেল শোভাযাত্রায় মুখরিত হয়ে উঠেছে এসব নির্বাচনী এলাকার প্রতিটি পাড়া-মহল্লা।
তারই ধারাবাহিকতায় কোনো অংশে পিছিয়ে নেই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর প্রতিষ্ঠিত দল কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থীরা।
কালিয়া ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত কোনো প্রার্থী না থাকলেও বাকী তিন ইউপিতে জন জরিপে ব্যাপক এগিয়ে রয়েছে গামছা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী। প্রত্যেকটি পথসভা যেনো রুপ নিচ্ছে বিশাল জনসভায়।
এসব ইউনিয়নের ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থীরা।
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বাসাইল পৌরসভার মত এই তিন ইউনিয়নেও গামছার বিজয় হবে বলেও জানিয়েছে এসব ইউনিয়নের ভোটাররা।