
আব্দুস সাত্তার, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরের মাটিকাটা চিতুলিয়া পাড়াসহ ২০টি গ্রামে দেখা দিয়েছে যমুনা নদীর তীব্র ভাঙন। ভাঙনে নদী গিলে খাচ্ছে বসতভিটা, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। অব্যাহত ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার সকালে দুই ঘণ্টাব্যাপী ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলিয়া পাড়া এলাকায় সড়ক অবরোধ করেছে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সড়ক অবরোধের কারণে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মো: বেলাল হসেন। তিনি তাৎক্ষণিকভাবে ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ঘোষণা দেন। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
চিতলিয়া গ্রামের সোনা মিয়া জানান, যমুনা নদীর ভাঙনের কারণে ৭ দফা বসতভিটা হারিয়েছি। এবারের ভাঙনেও বসতভিটা নদীতে বিলীন হওয়ার পথে। এখন আর আমার বসতি গড়ে তোলার মতো কোনো জমিজমা নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: বেলাল হোসেন জানান, যমুনা নদীল ভাঙন রোধে যে এলাকায় জিও ফেলার দাবিতে লোকজন আন্দোলন করেছিল। ইতোমধ্যে ওই এলাকায় জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।