সখীপুরে ৫নং হাতীবান্ধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বিধূ ভূষণ সরকার

ইমরুল হাসান, সখীপুর, টাঙ্গাইল
টাঙ্গাইলের সখীপুরে ৫নং হাতীবান্ধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত বিধূ ভূষণ সরকার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় জনমনে ব্যাপক সাড়া ফেলেছেন।
তিনি হাতিবান্ধা ইউনিয়নের প্রত্যেক পাড়া, মহল্লা, বাড়ি বাড়ি গিয়ে গামছা প্রতীকে ভোট প্রার্থনা করছেন, বিধূ ভূষণ সরকার বলেন, গামছা মার্কা আপনাদের মার্কা, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করবো।
৫নং হাতীবান্ধা ইউনিয়ন বাসীর সকলের প্রিয় মানুষ হিসেবে ইতিমধ্যেই তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং হয়েছেন তরুণদের আইকন।
সমাজ সেবায় রয়েছে তাঁর অনন্য অবদান। একজন দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে তাঁর জুঁড়ি নেই। এলাকায় সবার মুখে মুখে একটি নাম বিধূ ভূষণ সরকার
তাঁর রাজনৈতিক জীবনের শুরু থেকেই আর্তমানবতার সেবার কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন। হাতীবান্ধা ইউনিয়নের প্রতিটি এলাকায় তিনি নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নমূলক কর্ম কান্ডের মাধ্যমে জনমনে পরিচিতি লাভ করেছেন।
আগামী ১৭ই জুলাই ইউপি নির্বাচনে গামছা প্রতীক নিয়ে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি বিশ্বাস করেন।
এক বিশেষ সাক্ষাৎকারে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী( গামছা মার্কা) ৫নং হাতীবান্ধা ইউনিয়ন বাসীর কাছে দোয়া এবং ভোট প্রার্থনা করেন এবং ইউনিয়ন বাসীর সকলকে আগামী ১৭ই জুলাই নিজ নিজ কেন্দ্রে এসে গামছা প্রতীকে ভোট দানের জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।