আব্দুস সাত্তার,প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইলে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ওলিউজ্জামান সভাপতিত্ব ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ,মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টও উৎপল কুমার,মোহসানা আক্তার, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দুলাল উদ্দিন প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও তাদেও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।