শিলা আক্তার,মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বোঝাই একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার পোষ্টকামুরী শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এতে ৭০ হাজারের বেশি বই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.শরিফুদ্দিন ঘটনাস্থলে যান। বুধবার রাত ৮টায় এরির্পোট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।
জানা গেছে, ২০২৪ সালের সরকারি প্রাথমিকের ১ লাখ ৪৭ হাজার বই দুটি ট্রাকে বুধবার সকালে মির্জাপুরে আসে। সকাল ৯টার দিকে বইগুলি শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত গুদামে রাখতে যাচ্ছিলো। ওই বিদ্যালয়ের কাছাকাছি গেলে রাস্তা ভেঙে পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায় ট্রাকটি। এতে ট্রাকটিতে থাকা ৭০ হাজারের বেশি বই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুদ্দিন জানান, উল্টে যাওয়া ট্রাকটি দ্রুত সময়ের মধ্যে তোলার ব্যবস্থা করে বইগুলি রক্ষার চেষ্টা চলছে। যেহেতু বইগুলি ত্রিফল দিয়ে শক্ত করে বাধা আছে তাই ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক কম রয়েছে।