আব্দুস সাত্তার, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।
রোববার (২৫ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বাজিতপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পাচনখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত (১৪) ও মৃত আয়নাল হকের ছেলে অন্তর আলী (১৬)।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, দুই বন্ধু মিলে মোটরসাইকেলে যোগে যাওয়ার পথে উপজেলার বাজিতপুর নামকস্থানে এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মেহগণি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তারা দুজন নিহত হয়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওসি আরো জানান,নিহত অন্তর এবার এসএসসি পরীক্ষা দিয়েছে এবং রিফাত উচ্চ বিদ্যালয়ে পড়ে।